গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

ভালবাসা মধুর সুর

ভালবাসা মধুর সুর

মোঃ আরিফ হোসেন 

                            

ফুল এখন বৃষ্টির পানিতে স্নাত

 যদি পূর্ব দিকে যাও পূর্ব দিগন্ত দেখতে পাবে। যদি পশ্চিম দিকে যাও পশ্চিম দিগন্ত দেখতে পাবে। অথচ আজ পৃথিবীতে কিছু নেই। সব কে যেন কেড়ে নিয়েছে।সে কি তুমি যাকে আমি ভালবাসি? তুমি আমার মন কেড়ে নিয়েছ?  কেড়ে যদি নাইবা নিবে তবে কেন এমন লাগবে! 

সেদিন কেন ভালবেসেছিলে যেদিন পৃথিবীতে ভালবাসা ছিলনা? সেদিন যদি ভাল না বাসতে তাহলে তো আজ এমন হতনা।

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার আপনজন নিয়ে যে তোমাকে ভালবাসে। 

সেদিন যদি ভাল নাইবা বাসতে আকাশে আজ এত তারা ফুটতনা যত তারা আজ আকাশে। 

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার দক্ষিণ আকাশ নিয়ে যে আকাশ তোমাকে ভালবাসে।

তোমাকে দেখব বলে বেরিয়েছিলাম পথের ধারে দেখি তুমি নেই সেখানে একটি ফুল শোভা পাচ্ছে কাঁটা বিহীন। সে' কি তুমি ছিলে আমায় একবার বললেনা। 

হে আমার ভালবাসা তুমি সুখে তোমার ফুল নিয়ে যে ফুল তোমাকে ভালবাসে। 

একদিন আকাশে আকাশ ছিলনা, পাথারে পাথার, তারপরও তুমি ভালবেসেছিলে।

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার আকাশ পাথার নিয়ে। 

ভালবাসা কি জিনিস ভাবছি শিখব তোমার কাছে।শিখা আর হলনা।

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার সবচে' আপনজন নিয়ে যে তোমাকে ভালবাসে  অনেক বেশি! 


ভালবাসা কি জিনিস বুঝলাম না, তাইতো খুঁজেছি পাহাড়, পর্বত, হ্রদ!  কোথাও ভালবাসা নেই। আজ তুমি আমাকে সেই ভালবাসা শেখালে যে' ভালবাসার কোন নাম নেই। 

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার নামহীন ভালবাসা নিয়ে যে ভালবাসা শুধু নাম ধরে ডাকে।

তুমি যদি ভালবাসতে কত রঙে হাসতে। অথচ আজ একটুও হাসলেনা। 

হে আমার ভালবাসা তুমি সুখে তোমার রঙহীন ভালবাসা নিয়ে যে ভালবাসা তোমাকে হাসতে শিখিয়েছে। 

ঘোড়ার গাড়িতে গরু চলে, গরু হেঁটে যায়, গরু কত কিইনা করে অথচ আজ আমি কি করলাম তার কোন হিসাব পেলাম না।

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার হিসেববিহীন ভালবাসা নিয়ে যে ভালবাসা শুধু হাঁটতে শিখায়।

রঙবেরঙের বেলুন দুলছে, "তুমি কোন বেলুন' নিবে?" তুমি নিলে সবচেয়ে সুন্দর বেলুন, অথচ আমা' ভালবাসলেনা।

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার রঙহীন বেলুন নিয়ে যে বেলুনে শুধু বাতাস শোভা পায়।

ভাল যদি নাইবা বাসবে সেদিন কেন হেসেছিলে, একই প্রশ্ন আমার, বার বার। 

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার নামবদনামহীন ভালবাসা   নিয়ে যে ভালবাসা শুধুই কাঁদতে শিখায়।

আগেও কেঁদেছি আজও কাঁদছি, কাঁদব হাজার বছর, কান্নাই যে আমার শখ।

হে আমার ভালবাসা তুমি সুখে থাক তোমার  নিদ্রাহীন ভালবাসা নিয়ে যে ভালবাসা শুধুই নিদ্রা যেতে শিখায়।

ভালবাসি ভালবাসি বলব হাজার বার -এমনি করেই যেন দিন যায় এ আমার নিয়তি।

হে আমার ভালবাসা তুমি আমাকে কাঁদতে শিখাও, শুধুই কাঁদতে...................। 


Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)